রঘু ডাকাত ও তার ডাকাত কালীর মন্দিরের ইতিহাস

         

              রঘু ও তার ডাকাত কালী                         
                  মন্দিরের ইতিহাস


আজ থেকে প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই ডাকাত কালীর মন্দির । এই মন্দিরের আনাচে-কানাচে ছড়িয়ে আছে কত রহস্য, রোমহর্ষক  কাহিনী । বর্তমানে উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতের কাজীপাড়া অঞ্চলে এই ভগ্নপ্রায় মন্দিরটি অবস্থিত । জনশ্রুতি আছে, এক সময় এই অঞ্চলটি ছিল গভীর জঙ্গলে ঘেরা । জনমানবহীন এই গভীর জঙ্গলেই ছিল রঘু ডাকাতের ডেরা । সেসময় মন্দিরটিতে প্রতিষ্ঠিত ছিল অষ্টধাতুর কালী মূর্তি । রঘু ডাকাত এই মন্দিরের অষ্টধাতুর কালী মূর্তিকে পূজো করে ডাকাতি করতে যেত তার ডাকাতদল নিয়ে । লোকমুখে শোনা যায়, একবার বৃটিশ পুলিশের কাছে ধরা পড়ে যাওয়ায়, রাগে তরোয়াল দিয়ে রঘু ডাকাত মূর্তি ভেঙে দেয় এবং তারপর থেকে সেই ভাঙা মূর্তিতেই পূজো হত। কিন্তু সেই ভাঙা মূর্তি চুরি হয়ে যাওয়ার পর থেকে মন্দির লাগোয়া বটগাছকেই কালী রূপে পূজো করার রীতি  চলে আসছে ডাকাত কালী মন্দিরে।  বটগাছটির অসংখ্য ঝুরি এই বহু পুরোনো পোড়ো মন্দিরটিকে এমনভাবে ঘিরে রেখেছে যে এক নজরে দেখলে মনে হয় কোনো ভূতড়ে বাড়ি । ডাকাত কালী মন্দিরকে দেখলে বেশ একটা রহস্য মাখা গা-শিরশিরানি ভাব অনুভূত হয় । যেখানে রঘু ডাকাতের নাম জড়িয়ে আছে, সেখানে  তো রহস্যের গন্ধ থাকবেই । তাই রঘু ডাকাতের স্মৃতি জড়িয়ে থাকা এই ভগ্নপ্রায় মন্দিরের মাহাত্ম্য আজও স্থানীয় মানুষের কাছে অপরিসীম ।



 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Kolkata's Some Memorable Horror Place ( কলকাতার কিছু বিখ্যাত ভূতুড়ে স্থান )

ভূতচতুর্দশী