পোম্পেইয়ের ইতিহাস( প্রায় ২০০০ বছর আগের নগরীর ধ্বংসের কারন কি ?)
পোম্পেই ছিল একটি ভূমিকম্প প্রবন এলাকা । বছরে দুই থেকে চারবার ভূমিকম্প দেখা যেত পোম্পেইয়ে । আর সেই জন্যই পোম্পেইবাসী ভূমিকম্পের জন্যে কোনো সতর্কতা অবলম্বন করতো না। ৬২ সালের ৫ই ফেব্রুয়ারি ইতালি কেঁপে ওঠে ভূমিকম্পে ।যায় ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় পোম্পেই ।ইতিহাসবিদদের মতে এর মাত্রা ছিল রিখটার স্কেলে আনুমানিক ৬।
ওদিকে ৫ ফেব্রুয়ারি পোম্পেইয়ের জাতীয় দিবস । ঐ দিন অগাস্টাস সিজার কে জাতির জনক ঘোষনা করা হয়েছিল । সেই উপলক্ষে নগরীর রাস্তায় রাস্তায় চলছিল উৎসবের প্রস্তুতি এবং আতশবাজি, রং আর তেলের বাতিতে নগর সাজানো হয়েছিল । কিন্তু নগরীর প্রাঙ্গণে ঠিক উৎসব শুরু হওয়ার মূহূর্তে ভূমিকম্প সবকিছু ওলট-পালট করে দেয় । ভেঙে পড়তে থাকে বড়ো বড়ো স্থাপত্য । জনতার মধ্যে ত্রাস ছড়িয়ে পড়ে । ফলে তাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয় এবং আতশবাজির বিষাক্ত রাসায়নিকের কারণে বিস্ফোরণ ঘটার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে যায়।
এর ১৬ বছরের মাথায় ভিসুভিয়ায় অগ্ন্যুৎপাত শুরু হয় আর সেই অগ্ন্যুৎপাতে ৭৯ সালের ২৪ শে আগস্ট ধ্বংস হয়ে যায় পোম্পেই নগরী , আজ থেকে প্রায় ২০০০ বছর আগে ।
১৫৯৯ সালে সারোনা নদীর গতিপথ তৈরির ইঞ্জিনিয়ার ভমিনিক ফোন্তানা খনন কাজ চালানো সময় একটি পান্ডুলিপি আবিষ্কার করেন যাতে লেখা ছিল "Decurio Pompeii" যার অর্থ হল " পোম্পেই এর নগর পরামর্শক"। কিন্তু তিনি আর কোনো উৎসাহ দেখাননি পোম্পেই আবিষ্কারের ব্যাপারে।
পরবর্তী কালে ১৭৪৮ সালে নেপলসের রাজা চার্লস বারবুনের আদেশে ইঞ্জিনিয়ার রোকো গিয়াচ্চিনু প্রাচীন পোম্পেই নগরীর প্রত্নতাত্ত্বীক খনন করেন। আবিষ্কার হয় পোম্পেইনের অজানা রহস্য।
ধ্বংস হয়ে যাওয়া পুরনো পোম্পেই পাসেই নতুন পোম্পেই তৈরী হয়েছে। কিন্তু পুরনো পোম্পেইয়ের ধ্বংসের কারন কি ? কারন হল নগরী থেকে ৮ কি.মি. দূরে ঘুমন্ত ভিসুভিয়াস । যে প্রাণ নিয়ে নেয় দুহাজারের ও বেশি মানুষের, অগ্ন্যুৎপাতের ফলে ভিসুভিয়াসের ছাই ও লাভা স্রোতে চাপা পড়ে কয়েক হাজার অসহায় পোম্পেইবাসী মৃত্যুর মূখে ঢলে পড়েন ।
দুদিন ব্যাপী অগ্ন্যুৎপাত পোম্পেইকে মৃত্যুপুরীতে পরিণত করে দেয়। পোম্পেই চলে যায় হাজার বছরের ইতিহাসের অতলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন