যোধা বাঈয়ের সঙ্গে সম্রাট আকবরের সম্পর্ক কি ছিল? যোধা কি সত্যি সম্রাট আকবরের বেগম ছিলেন ? প্রকৃত সত্য কি ??
মুঘল সম্রাট আকবরের সঙ্গে রাজপুত রাজকন্যা যোধা বাঈকে নিয়ে অনেক মধুর প্রেমের গল্পতো আমরা সিনেমায় বা সিরিয়ালে দেখেছি । কিন্তু সম্রাট আকবরের সঙ্গে যোধা বাঈয়ের সত্যিই কি কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ ছিল! তবে সম্রাট আকবরের স্ত্রী কোন কালেই ছিলেন না তিনি । তিনি ছিলেন সম্রাট আকবরের পুত্রবধূ এবং সম্রাট জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রী ও সম্রাট শাহজাহানের গর্ভধারিণী । যিনি ছিলেন জয়পুরের অম্বর রাজবংশের কন্যা এবং মুঘল রাজমাতা , যার নাম বিবাহ পরবর্তীতে হয় মরিয়ম- উজ-জামানি । তাঁর জন্ম ১৫৭৩ সালে । রাজপুত পরিবারে যার নাম ছিল মানমতি বাঈজী লাল । পিতা উদয় সিং এবং মাতা রানী মানরং দেবী । এরপরে ১৫৮৬ সালে ১৬ বছরের যুবরাজ সেলিমের সঙ্গে ১৩ বছরের মানমতির বিয়ে হয় । এই বিয়ে হিন্দু এবং মুসলিম দুই রীতি অনুযায়ী হয়েছিল এবং প্রচুর জাঁকজমক করে সম্পন্ন হয় ।
এটি ছিল সেলিম তথা জাহাঙ্গীরের দ্বিতীয় বিবাহ । এর পরবর্তীকালে ১৫৯২ সালে মানমতি অর্থাৎ যোধা বাঈয়ের ( যোধপুর থেকে এসেছেন তাই) গর্ভে জন্মগ্রহন করে এক পুত্র সন্তান খুররম , যিনি পরবর্তীকালে শাহজাহান নামে বিশ্বের দরবারে পরিচিত হন । এই বিষয়ে আরো তথ্য পাওয়া যেতে পারে " কালিকারঞ্জন কানুনগোর রাজস্থানের কাহিনী" বইটি থেকে । এর থেকেই বোঝা যায় যোধা বাঈ সম্রাট আকবরের বেগম কখনোই ছিলেন না । সম্রাট আকবরের পাঠান বেগমের নাম ছিল হল্কা বাঈ বা হীরা বাঈ । এছাড়াও সম্রাট আকবরের হারেমে প্রায় ২০০০ বেগম এবং উপবেগম ছিল । কিন্তু এই হীরাবাঈ এবং যোধাবাঈকে এক সাথে গুলিয়ে দিয়ে যোধাবাঈয়ের মুখরোচক গল্প তৈরী হয়ে গেছে ।
মারিয়ম উজ জামানি টাইটেল নাম নয়। যোধা বাঈ নাম হলেও আকবর এর প্রধান বেগম কেই বোঝানো হয়
উত্তরমুছুন