যোধা বাঈয়ের সঙ্গে সম্রাট আকবরের সম্পর্ক কি ছিল? যোধা কি সত্যি সম্রাট আকবরের বেগম ছিলেন ? প্রকৃত সত্য কি ??



 মুঘল সম্রাট আকবরের সঙ্গে রাজপুত  রাজকন্যা যোধা বাঈকে  নিয়ে অনেক মধুর প্রেমের গল্পতো আমরা সিনেমায় বা সিরিয়ালে দেখেছি । কিন্তু সম্রাট আকবরের সঙ্গে যোধা বাঈয়ের সত্যিই কি কোনো সম্পর্ক ছিল?  হ্যাঁ ছিল!  তবে সম্রাট আকবরের স্ত্রী কোন কালেই ছিলেন  না তিনি । তিনি ছিলেন সম্রাট আকবরের পুত্রবধূ এবং সম্রাট জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রী ও সম্রাট শাহজাহানের গর্ভধারিণী । যিনি   ছিলেন জয়পুরের অম্বর রাজবংশের কন্যা   এবং মুঘল রাজমাতা , যার নাম বিবাহ পরবর্তীতে হয় মরিয়ম- উজ-জামানি । তাঁর জন্ম ১৫৭৩ সালে । রাজপুত পরিবারে যার নাম ছিল  মানমতি বাঈজী লাল । পিতা উদয় সিং এবং মাতা রানী মানরং দেবী । এরপরে ১৫৮৬ সালে ১৬ বছরের যুবরাজ সেলিমের সঙ্গে ১৩ বছরের মানমতির বিয়ে হয় । এই বিয়ে হিন্দু এবং মুসলিম দুই রীতি অনুযায়ী হয়েছিল এবং প্রচুর জাঁকজমক করে  সম্পন্ন হয় । 


এটি  ছিল  সেলিম তথা জাহাঙ্গীরের দ্বিতীয় বিবাহ । এর পরবর্তীকালে ১৫৯২ সালে  মানমতি অর্থাৎ যোধা বাঈয়ের ( যোধপুর থেকে এসেছেন তাই) গর্ভে জন্মগ্রহন করে এক পুত্র সন্তান খুররম , যিনি  পরবর্তীকালে শাহজাহান নামে বিশ্বের দরবারে পরিচিত হন । এই বিষয়ে আরো তথ্য পাওয়া যেতে পারে  " কালিকারঞ্জন কানুনগোর রাজস্থানের কাহিনী" বইটি থেকে । এর থেকেই বোঝা যায় যোধা বাঈ সম্রাট আকবরের বেগম কখনোই ছিলেন না । সম্রাট আকবরের পাঠান বেগমের নাম ছিল হল্কা বাঈ বা হীরা বাঈ ।  এছাড়াও সম্রাট আকবরের হারেমে প্রায় ২০০০ বেগম এবং উপবেগম ছিল । কিন্তু এই হীরাবাঈ এবং যোধাবাঈকে এক সাথে গুলিয়ে দিয়ে যোধাবাঈয়ের মুখরোচক গল্প তৈরী হয়ে গেছে ।


মন্তব্যসমূহ

  1. মারিয়ম উজ জামানি টাইটেল নাম নয়। যোধা বাঈ নাম হলেও আকবর এর প্রধান বেগম কেই বোঝানো হয়

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রঘু ডাকাত ও তার ডাকাত কালীর মন্দিরের ইতিহাস

Kolkata's Some Memorable Horror Place ( কলকাতার কিছু বিখ্যাত ভূতুড়ে স্থান )

ভূতচতুর্দশী